পুজোর দিন গুলিতে অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় কে দেখা যাবে অভিনব পাঞ্জাবির ছোঁয়াতে সৌজন্যে রাইকিশোরী কালেকশন

নিজস্ব প্রতিনিধি –
সপ্তমী সকালটা শুরু হোক ব্লু কম্বিনেশনে সাথে থাক ডেনিম জিন্স আর হাতের কাজের পেন্টিং করা পাঞ্জাবি যেটা কিন্তু পুজোর জন্য সবার থেকে আলাদা হতে হবে অষ্টমীর সাজ টা থাকুক লাল-সাদা বাঙালির ঐতিহ্য ধুতি আর পাঞ্জাবি তে

অষ্টমীর অঞ্জলি টা ভীষণ মানানসই নবমীতে একটু রক কিন্তু বাংলার ঐতিহ্য পাঞ্জাবি কে বললে তো হবেনা তাই হ্যান্ড পেইন্টিং পাঞ্জাবি নবমীর রাতে নজর কাড়বে আর এভাবেই সেজে উঠল সকলের প্রিয় অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় পুজোর দিন গুলিতে সাহেব চট্টোপাধ্যায় কে দেখা যাবে অভিনব পাঞ্জাবি সময় ছোঁয়াতে। সম্প্রতি কদিন আগেই

কলকাতার একটি পাঁচতারা হোটেলে শুটিং হয়ে গিয়েছে এই প্রত্যেকটি পাঞ্জাবির ডিজাইন করেছে রাইকিশোরী কালেকশন এর কর্ণধার শ্যামসুন্দর বসু বাঙালির ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন এই প্রত্যেকটি পোশাকে যথাযথ ভাবে ফুটে উঠেছে ক্যামেরাতে বাবিন ও দেবজিৎ।