June 29, 2022

পেপার কাটিং এ অভিনেতা মৈনাক

২০১৩ সালে হৃষি দেবাশীষ এর পরিচালনায় অভিনীত “এ যুগের ভালোবাসা” ছবি দিয়ে বাংলার টলিউড ইন্ড্রাট্রিতে পা রাখেন সকলের প্রিয় দাদা অভিনেতা মৈনাক ব্যানার্জী। পরে একে একে পিকনিক(২০১৪), বরবাদ(২০১৪), বৌদি ডট্ কম(২০১৫), ঝুট বোলে কাউকা কাটে(২০১৬), It’s বসন্ত(২০১৬) ও ফাঁস( ২০১৭) প্রভৃতি ছবিতে অভিনেতা হিসেবে অভিনয় করেন, এছাড়া আরও অনেক ছবিতে সহ অভিনেতার ভূমিকাতেও দূর্দান্ত অভিনয় করে চলেছেন মৈনাক দাদা।সদ্য সহ অভিনেতা হিসেবে অভিনয় করছেন হিন্দি বাংলা দ্বিভাষিক ওয়েব সিরিজ ‘জাজমেন্ট ডে’ তে।গত ৫ই আগস্ট গ্যাংটকে শুটিং চলাকালীন বাবার প্রসটেট ক্যান্সারে পিতৃ বিয়োগের ঘটনায় সাময়িক বিমর্ষ হয়ে পড়লেও তিনি তার কাজে মনোনিবেশ করেছেন সমস্ত কষ্ট যন্ত্রণাকে দূরে সরিয়ে।মৈনাক দাদার এই লড়াইকে সম্মান জানিয়ে ওনার প্রতিকৃতি টিকিট কেটে তৈরী করে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানালেন শিল্পী সৌরভ আদক আগামীদিনে আরও অনেক নতুন সিনেমা উপহার দিও এবং সফল হও এই কামনা রইলো।

Total Page Visits: 350 - Today Page Visits: 1