পৌর মাতা সোমা চৌধুরীর উদ্যোগে দুঃস্থদের বস্ত্রদান

নিজস্ব প্রতিনিধি –
৩৭ নম্বর ওয়ার্ডের দ্বিতীয়বার বিজয়ী হয়েছেন সবসময় মানুষের পাশে থাকা তৃণমূল কংগ্রেস প্রার্থী সোমা চৌধুরী।যিনি সারা বছর মানুষের পাশে থেকে অক্লান্ত পরিশ্রম করেন।সবসময় মানুষের জন্য কাজ করে যান। বছরের শুরু থেকেই তিনি কাজ করা শুরু করে দিলেন সমাজ সেবার মধ্যেমে ।
এই ঠান্ডায় যে সকল দুস্থ মানুষ ঠান্ডায় কষ্ট পাচ্ছেন।তাদের পাশে এসে দাঁড়ান। রাজাবাজার পাটোয়ার বাগানে ৪০০ কম্বল তিনি বিতরণ করেন ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৭ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট পিয়াল চৌধুরী এছাড়া আরো বিশিষ্ট ব্যক্তিরা।
About Post Author
Total Page Visits: 151 - Today Page Visits: 1