August 17, 2022

প্রণব স্মৃতি সংঘের ৫৭তম বর্ষের সরস্বতী পুজোর উদ্বোধনে সাংসদ শ্রীমতী মালা রায়

সোমনাথ সাহা –

বাঙালীর কাছে শুধু নয় বাংলার আবেগের সাথে চিরাচরিত ভাবে সরস্বতী পুজোর চল চলে আসছে।আধুনিকতার ছোঁয়া লেগেছে ঠিকই,কিন্তু উদ্দীপনা কমেনি ।মা সরস্বতীর সাধনায় জ্ঞানের দেবীকে পুজো দিতে সবাই তৈরি ছিল ,তেমনি দক্ষিণ কলকাতার

রাসবিহারী তে প্রণব স্মৃতি সংঘের পুজোর উদ্বোধন হয়ে গেল বেশ ধুমধাম করে। প্রণব স্মৃতি সংঘ ক্লাবের এবছরের স্বরস্বতী পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ শ্রীমতী মালা রায় মহাশয়া, সাথে ছিলেন ক্লাব সম্পাদক দেবদূত গঙ্গোপাধ্যায়, চিফ প্যাট্রন সঞ্জয় গুনাকর মিত্র, যুগ্ম ভাইস প্রেসিডেন্ট ডঃ সুজয় রায় চৌধুরী, শ্রী অগ্নিবান গাঙ্গুলী যুগ্ম সম্পাদক দেবজিত বন্দোপাধ্যায়,ও জয় ঘোষ সহ মানস দে ,প্রমুখ।

বেশকিছু স্টুডেন্টদের এদিন বই খাতা তুলে দেওয়া হয়। শুধুই পুজো নয় সামাজিক কাজে ও উক্ত ক্লাবের ভূমিকা অনস্বীকার্য। মালা রায় জানান তিনি এই সামাজিক কাজে সর্বদা পাশে আছেন আগামীতে ও থাকবেন,তিনি বর্তমান প্রজন্মের ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানান।সাথে পড়াশুনা ভালো ভাবে যেন সকলে করে তা ও জানান।এদিনের অনুষ্ঠানে বলিউডের নাইট শীর্ষক এক অনুষ্ঠানে মুম্বাইয়ের মিউজিক কোম্পানি “মিউজিক ফিতুর”-এর পরিচালনায় গানের আসর হয়,যেখানে গানে অংশগ্রহণ করেন সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা “জিও জামাই “-এর গায়িকা দেবাঞ্জলি বি জোশী,

পাশাপাশি ছিলেন অনুরাগ মৌর্য়া, ও অনুপম মৌর্য়া ।সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন বলিউড অভিনেতা নীল। তার পরিবেশনায় এদিনের সন্ধ্যা ছিল বেশ জমাটি পূর্ণ।৫৭তম বর্ষের বাগ দেবীর পুজোয় জ্ঞানের দেবীকে স্মরণ করে উক্ত ক্লাব আরো একটু প্রসারিত ও জনতার সেবায় নিজেদের নিয়োজিত করার পথে এগিয়ে থাকলো তা বলাই বাহুল্য। বিদ্যা দেহিং মন্ত্র

উচ্চারণে আজকের সকাল থেকে চালু হয়ে গেছে সাজগোজের পাশাপাশি বাংলা ও বাঙালির প্রাণের প্রেম বিনিময় উৎসব। তাই বিদ্যার দেবীর কাছে সকলের প্রার্থনা পরীক্ষার ফলাফল যেন ভালো হয় ।

About Post Author

Total Page Visits: 633 - Today Page Visits: 1