October 7, 2022

প্রতিযোগীতায় মাঝারি ও ক্ষুদ্র পূজো গুলি এই বার উঠে আসবে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি :

বড় পূজোর পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি পূজো গুলি এবার উঠে আসবে পুরস্কার প্রাপকের তালিকায়। উত্তর কলকাতার শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি পূজোগুলিকে উৎকর্ষিনি সম্মান প্রদান করা হবে। রাজ্যের নারী ও শিশুকল্যান মন্ত্রী শশী পাঁজার একক উদ্যোগে শ্যামপুকুর বিধিনসভা

কেন্দ্রে এই পুরস্কার দেওয়া হবে। শুধু পূজো মন্ডপ গুলি নয় এই বিধানসভা কেন্দ্রের সেরা পুরোহিতও পাবেন এই সম্মান। শুধু সৃজনশীলতা নয় পরিবেশবান্ধব ও নারীশক্তি দ্বারা পরিচালিত সেরা প্রতিমা ও সামাজিক কাজে এগিয়ে থাকা পূজো মন্ডপ গুলিকে পুরস্কৃত করা হবে। মন্ত্রী বলেন, আমার বিধানসভায় ১০০টি ছোট ও মাঝারি পূজো । সেখান থেকে সেরার সেরা পুরস্কার দেওয়া হবে।

About Post Author

Total Page Visits: 311 - Today Page Visits: 1