January 22, 2022

প্রদর্শিত হল ‘ফ্যাশন ফিয়েস্তা’

সপ্তর্ষি সিংহঃ

খুঁটিপুজোর মাধ্যমে শারদীয়ার ঢাকে কাঠি প্রায় পড়ে গেছে। আর উৎসব বাঙালি পুজোর ফ্যাশন প্রস্তুতি শুরু করে দিয়েছে। আধুনিক ডিজাইনের সম্ভার নিয়ে রবিবার শহরের আইসিসিআর-এ আয়োজিত হল ‘ফ্যাশন ফিয়েস্তা’ শীর্ষক এক ফ্যাশন শো। ফ্যাশন ডিজাইনার প্রমিত মুখার্জীর সম্ভার নিয়ে ফ্যাশন শো প্রদর্শিত হল। এই ফ্যাশন শো তে উপস্হিত হয়েছিলেন অভিনেত্রী দেবিকা মুখার্জি, মৌবনি সরকার, রুপন্তরকামী আইনজীবি মেঘ সায়ন্তনী, পন্ডিত মল্লার ঘোষ সহ বিশিষ্টরা। এদিন প্রমিতের ডিজাইন করা বিভিন্ন পোশাক পড়ে ফ্যাশন শো তে হাঁটেন বিশিষ্টরা।

Total Page Visits: 730 - Today Page Visits: 1