প্রমিত মুখার্জীর ডিজাইনে “তাসাম”-অনুষ্ঠানে রাম্প এ হাঁটলেন সেলেব থেকে বিদেশী আম্বাসীর হাই কমিশনার

রাজকুমার দাস ও সোমনাথ সাহা
ফ্যাশন জগতে প্রমিত মুখার্জীর নাম কমবেশি সকলের কাছেই বেশ পরিচিত। সম্প্রতি আই সি সি আর এ অবনীন্দ্রনাথ গ্যালারীতে “তসাম”-শীর্ষক অনুষ্ঠান হলো ,মূলত সাত বছরের এক জার্নি বলা যায়।প্রমিতের ডিজাইন করা পোশাকে এদিন রেম্পে হাঁটেন ইউ এস এ,জাপান,চীন,বাংলাদেশের আম্বাসীর মুখ্য কমিশনার,উপ কমিশনার থেকে শুরু করে সেলেব অভিনেতা বরুণ চন্দ, সংগীত শিল্পী পন্ডিত মল্লার ঘোষ,ইন্দ্রানী গাঙ্গুলী,মেঘ সায়ন্তনী,অলকানন্দ রায় প্রমুখ।
স্থির চিত্র :-সোহম মুখার্জী ও সোম
Total Page Visits: 568 - Today Page Visits: 1