প্রোটিয়াদের ধরাশায়ী করে সিরিজ জয় বিরাট বাহিনীর

নিজস্ব প্রতিনিধিঃ
১৩৭ রানের ব্যবধানে প্রোটিয়াদের ধরাশায়ী করে তিন টেস্টের সিরিজ জিতে নিল ভারত। রবিবার পুনের দ্বিতীয় টেস্টে জয়ের ফলে সিরিজে ২-০ ব্যবধান গড়ে দিল টিম ইন্ডিয়া। একই সঙ্গে ঘরের মাঠে টানা ১১টি সিরিজ জিতে ঐতিহাস রচনা করল বিরাট কোহলি অ্যান্ড কোং। এ দিন সিরিজ জয় নিশ্চিত হওয়ার পাশাপাশি অধিনায়ক কোহলির মুকুটে যুক্ত হল আরও একটি পালক। অধিনায়ক হিসাবে সব থেকে বেশি টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়লেন তিনি।
গত শনিবার তৃতীয় দিনের শেষে ২৭৫ রানেই গুটিয়ে যায় সাউথ আফ্রিকা। ভারতের প্রথম ইনিংসে ৬০১ (ডিক্লেয়ার) রানের পাহাড় টপকানো তো দূরূহ, প্রথম শেষে ৩২৬ রানে পিছিয়ে থাকেন প্রোটিয়ারা। স্বাভাবিক ভাবেই ফলোঅনের মুখে পড়ে চতুর্থ দিনে ব্যাট করতে নেমে ব্যাপক চাপের মুখে পড়েন তাঁরা। মাত্র ৬৭.২ ওভার ক্রিজে থাকার পর ১৮৯ রানেই বান্ডিল হয়ে যায় সাউথ আফ্রিকা। এ দিনের বাড়তি পাওনা ফাফ ডু প্লেসির ক্যাচ। অশ্বিনের বলে অনবদ্য ভঙ্গিমায় ভারতীয় উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহার দুর্দান্ত ক্যাচ মাত্র ৫ রানেই ফেরত পাঠায় তারকা ক্রিকেটারকে।