ফেবেল নিয়ে এল ৬টি স্বাদের চকোলেট বার

সপ্তর্ষি সিংহঃ
দেশের অন্যতম চকোলেট প্রস্তুতকারক সংস্হা ফ্যাবেল ৭৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ছয়টি ভিন্ন স্বাদের চকোলেট বার নিয়ে এল শহরে। চকোলেটের সাথে স্বাধীনতা দিবস উদযাপন করতে হস্তনির্মিত ৬০০টি চকোলেট বার যার মধ্যে রয়েছে ৭৩ কেজি চকোলেট। মঙ্গলবার শহরের এক পাঁচতারায় এই ভিন্ন স্বাদের চকোলেট গুলি উন্মোচন করা হয়। প্রতিটি চকোলেট বারের দাম নির্ধারন করা হয়েছে ২৬৫ টাকা, যার মধ্যে থেকে প্রাপ্ত অর্থ মেক আ উইশ ফাউন্ডেশন অফ ইণ্ডিয়াকে অনুদান হিসাবে প্রদান করা হবে।

এদিনের অনুষ্ঠানে এই উদ্যোগের বিষয়ে ফুড লিমিটেডের চিফ অপরেটিং অফিসার অনুজ রুস্তগি বলেন, “ফেবেল চেষ্টা করে বিশেষ অনুষ্ঠান উদযাপনে নিজেদের প্রস্তুত দ্রব্য গ্রাহকদের কাছে পৌঁছে দিতে। দেশের ৭৩ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে ছয়টি শহরে ভিন্ন স্বাদের চকোলেট থেকে প্রাপ্ত অর্থ স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেওয়া হবে।