August 14, 2022

বই প্রকাশ মাটির মুখ – লোকায়ত বাংলার সন্ধান

নিজস্ব প্রতিনিধি –

সম্প্রতি ৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রাঙ্গণে ‘দিয়া পাবলিকেশন’এর পক্ষ থেকে প্রকাশিত হল একাধারে শিল্পী ও লেখিকা দীপা ব্রহ্ম’র “মাটির মুখ – লোকায়ত বাংলার সন্ধান ” বইটি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায়, নাট্যব্যক্তিত্ব আশিস চট্টোপাধ্যায়, অধ্যাপক তপন মণ্ডল, পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের আধিকারিক অভিজিৎ চট্টোপাধ্যায়, সুখবর পত্রিকার সম্পাদক শমীকস্বপন ঘোষ, লোকসংস্কৃতি গবেষক দীপঙ্কর ঘোষ, অধ্যাপক জয়গোপাল মণ্ডল, কবিয়াল সুভাষ দাস প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই দীপা ব্রহ্ম’র লোকসংস্কৃতি ও লোকসাহিত্য বিষয়ক গ্রন্থ” মাটির মুখ – লোকায়ত বাংলা সন্ধান” এর আনুষ্ঠানিক প্রকাশ করেন অভিজিৎ চট্টোপাধ্যায়। দীপা ব্রহ্ম’র এই বইটিই তাঁর প্রথম প্রকাশিত সংকলন। তিনি বইটিতে ৫০জন শিল্পীর কথা তুলে ধরেছেন। এই বই পিছিয়ে পড়া লোকসংষ্কৃতি ও শিল্পীদেরকে আলোর সামনে নিয়ে আসার কথা বলে। লোকায়ত বাংলার মাঠ ঘাট নদ-নদী বিস্তীর্ণ প্রান্তরে, মাটির কাছাকাছি থাকা প্রান্তিক মানুষের কাছে উপস্থিত হয়ে তাদের নিজস্ব সংস্কৃতিকে পরম মমতায় তুলে ধরেছেন দীপা ব্রহ্ম। টুসু, ভাদু বোলান, ঝুমুর, মুর্শিদা, আলকাফ, আউল -বাউল, ফকির, লোকনাট্য, লোকবাদ্য, লোকভাষা, যাত্রা ইত্যাদি নানা বিষয় নিয়ে দীপা ব্রহ্ম রূপসী বাংলার প্রকৃত রূপ তুলে ধরেছেন। নগরবাসী মানুষের অনেকেই সেইসব চোখ এড়িয়ে যাওয়া বঙ্গ সংস্কৃতিকে দেখার সুযোগ পান না। দীপা ব্রহ্ম সেই অনালোকিত বঙ্গের চিরন্তন ছবি তুলে ধরেছেন তাঁর কলমে। ঝুমুর, কবিগান, গম্ভীরা, পালা গান, আলকাফ, ভাদু, লেটো, কুশান নিয়ে তার প্রত্যেকটি শব্দ উচ্চারণ আমাদের অনুভূতির সঙ্গে ওতপ্রোতভাবে মিশে যায়। লোকায়ত দেব-দেবী যেমন ষষ্ঠী, বিষহরি, শীতলা কে নিয়ে তাঁর চিন্তাভাবনা আমাদের ভাবাবে। তাঁর নির্মাণের ভাষা আমাদের মনকে স্পর্শ করবে। তিনি কোনও কঠিন শব্দের গুরুগম্ভীর ভাব চয়ন করেননি। খুব সহজ সরল ভাষায় লোকশিল্পীদের কথা তুলে ধরেছেন। এ ভাষার মধ্যে কোনও একাডেমিক তরজা নেই। কারণ এই আন্তরিক শব্দ উচ্চারণ তাঁর লেখার এক বিশেষ বৈশিষ্ট্য। আর এটাই পাঠক সমাজের কাছে বড় প্রাপ্তি। দীপা ব্রহ্মর “মাটির মুখ -লোকায়ত বাংলার সন্ধান ” বইটি নিঃসন্দেহে লোকায়ত বাংলার হ্যান্ডবুক হয়ে থাকবে।

About Post Author

Total Page Visits: 493 - Today Page Visits: 1