বক্স অফিসে হাফ সেঞ্চুরি ‘দুর্গেশগড়ের গুপ্তধন’

নিজস্ব প্রতিনিধি :
ফেলুদার যেমন দুই সঙ্গী ছিল, সোনাদারও রয়েছে দুই সঙ্গী। ঝিনুক আর আবির, যারা না থাকলে সোনাদার এই ফ্র্যাঞ্চাইজ়ি অসম্পূর্ণ। সোনাদা-আবির আর ঝিনুকের এই অ্যাডভেঞ্চারকে শুধুমাত্র একটা সিনেমা না বলে একটা জার্নি বলা ভালো। যেই জার্নির মধ্যে দিয়ে এক্সপ্লোর করা যায় বাংলার অনেক ঐতিহ্যময় জায়গা, জানা যায় অনেক না জানা ইতিহাস। এই ফ্র্যাঞ্চাইজ়ির প্রথম ভাগ ‘গুপ্তধনের সন্ধানে’ আর দ্বিতীয় ভাগ ‘দুর্গেশগড়ের গুপ্তধন’। প্রথমটা হিট ছিল, তবে দ্বিতীয়ভাগ আরও ধারালো, আরও মেদহীন। ফলে টানা ৫০ দিন ধরে চলার পরও এখনও কিছু কিছু জায়গায় হাউজ়ফুল হতে দেখা যাচ্ছে এই ছবিকে। এক কথায় ছবি সুপারহিট।
‘দুর্গেশগড়ের গুপ্তধন’ মুক্তির পর ৫০ তম দিনটি তাই বিশেষ ভাবে উদযাপন করলেন ছবির সোনাদা, অর্থাৎ আবির চ্যাটার্জি সহ অন্যান্য কলাকুশলীরা।