বঙ্গনারী রত্ন সম্মানে সম্মানিত হল ঋতুপর্ণা সেনগুপ্ত

নিজস্ব প্রতিনিধি – কলকাতা
নব দিশা অস্ট্রোলজার্স ফেডারেশন আয়োজিত নারী নিলয়ম ট্রাস্টের দ্বিতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল ১ লা মার্চ, ২০২০ উত্তর কলকাতার তেঘরিয়ার সার্কেল ক্লাব অডিটোরিয়ামে। এদিনের এই অনুষ্ঠানে সংবর্ধিত

করা হয় বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম সেরা নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তকে। তাঁকে দেওয়া হয় বঙ্গনারী রত্ন সম্মান। তার সাথে সংবর্ধিত করা হয় চিত্র সাংবাদিক নির্মল চক্রবর্তীকে। এই অনুষ্টানে উপস্থিত ছিলেন এনডিএএফ (N.D.A.F )- এর সভাপতি

অভিজিৎ কৃষ্ণান, সহ: সভাপতি সূর্যনাথ রায়। এছাড়া উপস্থিত ছিলেন দেশ এর বিভিন্ন প্রান্ত থেকে আগত (সংস্থার সদস্য ) বহু গুণীজন। সমগ্র অনুষ্ঠানটি

সুন্দরভাবে সংযোজনা করেন সুমিত্র ব্যানার্জী।
About Post Author
Total Page Visits: 650 - Today Page Visits: 1