May 17, 2022

বর্তমান প্রজন্মকে কাজের দিশা দিতে শহরে নতুন প্রতিষ্ঠান

বিদিতা ঘোষ – কলকাতা

আর্থিক সমস্যা সহ নানা কারণে অনেকেই চাটার একাউন্টেন্ট সহ অন্যান্য কোর্স শেষ করতে পারেন না । মাঝপথে ছেড়ে দিতে হয়। ফলে তাদের মধ্যে প্রফেশনালিজম তৈরি না হওয়ায় তারা খুবই কম বেতনের চাকরিতে যোগদান করতে বাধ্য হয় ।এবার এই সমস্ত ছেলেমেয়েদের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিতে এগিয়ে এল কলকাতার প্রফেশনাল এন্ড এক্সপার্ট একাউন্টেন্ট এডুকেশন স্কিল প্রাইভেট লিমিটেড ।কলকাতার পলক স্ট্রিটের এই প্রতিষ্ঠানে ইতিমধ্যেই জিএসটি, চাটার একাউন্ট, ইনকাম ট্যাক্স ফাইলিং, কোম্পানি ইনকর্পোরেশন সহ বিভিন্ন বিষয়ে দেড় মাস, তিন মাস, 6 মাস ও 12 মাসের কোর্স চালু করেছে ।আজ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অডিটোরিয়ামে এই কোর্সের উদ্বোধন করেন সংস্থার নির্দেশক আশিষ রায়।তিনি বলেন, একাউন্টস বিষয়ে যত মানুষ চাকরি করেন তার 60% ছেলেমেয়ে এই বিষয়ে কোর্স সম্পূর্ণ করতে না পারায় চাকরিতে সেভাবে সফল হতে পারেনা। তাই এদের ব্যবহারিক প্রশিক্ষণ দিতেই এই প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। মেধাবী ছাত্র ছাত্রীদের খুবই কম মূল্যে এখানে প্রশিক্ষণ দেওয়া হবে বলে তিনি জানান।

Total Page Visits: 221 - Today Page Visits: 1