বসন্তের সমাগমে জমে উঠলো বিশিষ্ট সঙ্গীতশিল্পী ভাস্বতী দত্তের একক গানের অনুষ্ঠান ‘শ্রীমতি চলে’

সোমনাথ সাহা – সল্টলেক
বসন্ত নামটা শুনলেই রাধা-কৃষ্ণ প্রসঙ্গ ছাড়া হয়তো কিছুই ভাবা যায় না। এই রাধা প্রসঙ্গকে নিয়েই তার রূপ, প্রেম, উতলা ভাব, সবটাই আজ ফুটে উঠলো বিশিষ্ট সঙ্গীতশিল্পী ভাস্বতী দত্তর গানে। সম্প্রতি

সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবনে অনুষ্ঠিত হলো বিশিষ্ট সঙ্গীত শিল্পী ভাস্বতী দত্তের একক গানের অনুষ্ঠান ‘শ্রীমতি চলে’। শিল্পীর সাথে ভাষ্যেপাঠে এ ছিলেন শ্রী দেবাশিস বসু। একটি সুন্দর মুহুর্তের সাক্ষী থাকলেন দর্শকরা শিল্পী ভাস্বতী দত্তের একের পর এক গাওয়া গানে মুগ্ধ হয়ে গেল দর্শক দের মন। শিল্পী

বলেন আজ পঞ্চম দেলোএর পূর্ণ তিথিতে আমি গান গাইতে পেরে খুবই খুশি। আমি ধন্যবাদ জানাই শ্রী দেবাশিস বসুকে আমার গানের সাথে সাথে ভাষ্যেপাঠ করার জন্য ও আমার সকল মিউজিশিয়ান দের এবং যাদের জন্য এই অনুষ্ঠান আমার করা সেই বাগেশ্রী ও ইউ ডি মিউজিক ক্লাবের সকল সদস্যদের। অনুষ্ঠানে

উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী শ্রী প্রসূন দত্ত, শ্রী দেবাশিস বসু, ইউ, ডি, মিউজিক ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজকল্যাণ রায় ও সুজিত তালুকদার প্রমুখ।