বাংলা গানে জুটি বাঁধলেন শুভজিৎ ও শ্রেষ্ঠাংশু

শুভ , কলকাতা –
সম্প্রতি দক্ষিণ কলকাতার রেকর্ডিং স্টুডিও স্পন্দনে শেষ হল এ প্রজন্মের বাংলা গানের তরুণ তুর্কি শুভজিৎ-এর এবারের পুজোর বেসিক বাংলা গানের অ্যালবাম “ক্যানভাস” এর রেকর্ডিং। এবারের

অ্যালবামে প্রথমবারের জন্য জুটি বাঁধলেন শুভজিৎ এবং এ সময়ের আরো এক প্রতিভাবান শিল্পী শ্রেষ্ঠাংশু
শুভজিৎ এর কথা ও সুরে অসাধারণ একটি গানে শুভজিৎ এর সুরে সুর মিলিয়েছেন শ্রেষ্ঠাংশু। তার গায়কীর জাদুতে যে ক্যানভাসে এক অন্যরকম মাত্রা প্রদান করবে তা বলাই বাহুল্য।

অ্যালবামটির সহযোগিতায় বিহান মিউজিক সংগীতায়োজনে শুভ দাস (গীটার), সহযোগী সংগীতায়োজনে অর্ণব সর্দার (সিন্থেসাইজার), সমন্বয়কারী সংগীতায়োজনে সুপ্রিয় রায় (বেস গীটার)। এছাড়াও যন্ত্রানুসঙ্গে আরও



রয়েছেন কানাই লাল ভৌমিক (তবলা ও হ্যান্ডসনিক), শুদ্ধস্বত্য ভট্টাচার্য (সরোদ), হোমজ্যোতি মন্ডল (ব্যাক্ ভোকাল) সহ নতুন মুখ রোহিত ব্যানার্জি (মাউথ


অর্গান), রাজেন হাঁড়া (ড্রামস), উৎসব দে (কাহন), রেসমা মল্লিক (ব্যক্ ভোকাল) এবং রেকর্ডিস্ট উদিত সপ্তর্ষি। সকলেই দক্ষতার সঙ্গে একে অপরের কাঁধ

মিলিয়েছেন নতুন বাংলা গানের জোয়ারে ভেসে যেতে এবং পুজোর মৌলিক বাংলা গানকে ফিরিয়ে আনার চেষ্টায়। মোট ছ’টি গানের এই অডিও অ্যালবাম প্রকাশ পাবে পুজোর ঠিক আগেই। এখন সময় কেবল

অপেক্ষার। আমাদের তরফ থেকে “ক্যানভাসের” সকল সদস্যদের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা।