January 23, 2022

বাউল গান করে ভিক্ষার টাকা থেকে মসুল মান ভাই বোনেদের ইফতার সামগ্রী তুলে দিলেন বর্ধমানের স্বপন দত্ত বাউল

দীপক ঘোষ –

লক ডাউনের মধ্যে বর্ধমানের রাস্তায় রাস্তায় বাউল গান করে যে অর্থ তিনি তুলছেন সেই অর্থ দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে পাশে থেকে দান করছেন স্বপন দত্ত বাউল। এমনকি তিনি জাতের ভেদা ভেদ না বিচার করে পবিত্র রমজান মাসে পথে পথে সম্প্রতির বার্তা দিয়ে বাউল গানে ভিক্ষা করে টাকা পয়সা সাহায্য তুলে গত ১৩ই মে বর্ধমানের বিসি রোড মসজিদ সংলগ্ন পাক মারা লেনে ২৫ জন মুসলিম ভাই বোনদের হাতে ইফতারের খাদ্য সামগ্রী তুলে দেন স্বপন দত্ত বাউল।সেদিন খাদ্য সামগ্রীর মধ্যে ছিল লাচ্ছা সিমুই, মুড়ি,

চিড়ে ভাজা, বিস্কুট, চানাচুর, নানারকম ফল, ও মিষ্টান্ন ইত্যাদি। পুর্ব বর্ধমানের খাজা আনোয়ার বেড় এলাকার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বহুমুখী প্রতিভাবান শিল্পী স্বপন দত্ত বাউল। তিনি নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে সমাজ কে সচেতন বার্তা পৌঁছে দিচ্ছেন অসংখ্য মানুষের কাছে। এছাড়া ও তিনি বর্ধমানের বিভিন্ন অঞ্চলে গান করে যে অর্থ পান সেই অর্থ স্টেশনে থাকা ভিক্ষুক থেকে শুরু করে দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী দিয়ে বিতরণ করে দেন। তিনি তার নিজের লেখা ও সুরে বাউল গানে বলেন যে আমাদের মন টা হোক অনেক বড় আকাশের মতন। সারা পৃথিবী টা একটাই দেশ, সবাই আমার আপনজন। সেদিন

গানে গানে এটাও বলেন তিনি জাত পাতের ভেদা ভেদ ভুলে যাবো ধর্মের ভেদা ভেদ ভুলে যাবো। সবার উপরে মানুষ সত্য, দেখি মানুষের মাঝে মানুষ রতন। স্বপন বাউল এক জন হিন্দু ভাই হয়ে মুসলিম ভাই বোনেদের হাতে ইফতারের খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দিয়ে বর্ধমান এলাকায় এক নজির সম্পর্ক তৈরি করলো। এমনকি তার সমাজ সচেতনার গানে বহু মানুষ সম্প্রতির বার্তা পেয়ে বর্ধমান এলাকার সকলেই তাকে সাধুবাদ জানায়। এছাড়াও তিনি লক ডাউন প্রিয়ডে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বর্ধমানের পথে পথে বাউল গানে ভিক্ষা করে অর্থ ও খাদ্য দ্রব্য স্টেশনে থাকা ভবঘুরে অসহায় অনাথ ক্ষুধার্ত দের দুপুরে অন্ন ভাত ও সেবা করিয়েছেন তিনি। লক ডাউনে ঘরে ঘরে গিয়েও তার ভিক্ষার ঝুলি থেকে সামর্থ মতো খাদ্য

সামগ্রী তুলে দিয়েছেন, যা আজ পর্যন্ত কোনো বাউল শিল্পী করে দেখাতে পারেনি। সেদিন তিনি এক দিকে ইফতার সামগ্রী তুলে দিলেন ও অন্য দিকে সম্প্রতির গানে মানুষের মন জয় করলেন। স্বপন বাউলের এই সম্প্রতির গান মুসলিম বাবা, মা, ভাই বোন, রফিক ক্লাবের সদস্যরা, দু হাত তুলে আশীর্বাদ করলেন ও এই পবিত্র রমজান মাসে এক হিন্দু বাউল ছেলে হয়ে পথে পথে ভিক্ষা করে দুস্থ মুসলিম ভাই বোনেদের হাতে ইফতার খাদ্য সামগ্রী তুলে দিয়ে সত্যি সম্প্রীতির বার্তা দিয়ে এক নজির সৃষ্টি করলো বর্ধমান জেলায়, যা বর্ধমান বাসীর কাছে গর্বের বিষয়।

Total Page Visits: 280 - Today Page Visits: 1