January 22, 2022

বাদুর মহেশ্বর পুর পাল পাড়া গ্রামে কয়েক জন সমাজ সেবীর উদ্যোগে দুঃস্থ পরিবার ও দুস্থ বাচ্চা দের হাতে শুকনো খাদ্য সামগ্রী প্রদান

দীপক ঘোষ – বাদু

বাংলায় চারিদিকে চলছে করোনার ত্রাস তারই মধ্যে চলছে লক ডাউন। এই ভয়াবহ করোনা ও লক ডাউন এর মধ্যে ও দুঃস্থ অসহায় মানুষের সাহায্য নিয়ে পাশে এসে দাঁড়ালেন দীপক ঘোষ বেদ মিত্রা নাগ, কৌস্তব সাহা ও তার সহধর্মিণী তন্মি সাহা ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী অন্বেষা ব্যানার্জি। তারা ইতিমধ্যে করণা আবহের

মধ্যে ও ১৫ টি দুস্থ অসহায় পরিবারের হাতে শুকনো খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। এছাড়াও দুস্থ প্রতিবন্ধী দের পরিবারকেও সাহায্য করে চলেছেন। তাই তারা আগামী ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে বাদুর মহেশ্বরপুর পালপাড়া গ্রামে দুঃস্থ প্রতিবন্ধী পরিবার ও দুঃস্থ বাচ্চাদের হাতে কিছু শুকনো খাদ্য সামগ্রী তুলে দিলেন তারা। বেদ মিত্রা নাগ, কৌস্তভ সাহা ও তার সহধর্মিনী তন্মি সাহা, বিশিষ্ট সঙ্গীতশিল্পী অন্বেষা ব্যানার্জি, ও দীপক ঘোষের এর যৌথ উদ্যোগে

সেদিনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এছাড়া সঙ্গে ছিলেন বিশিষ্ট বংশীবাদক প্রদীপ কুমার দাস ও ভারত সঞ্চার নিগাম এর প্রাক্তন জিএম অমিতাভ দে প্রমূখ। সেদিনের অনুষ্ঠানে ২৬জন দুস্থ পরিবারের হাতে শুকনো খাদ্য সামগ্রী তুলে দিলেন তারা। শুকনো খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ডাল মুড়ি চিড়া তেল সাবান

সোয়াবিন হরলিক্স মশার ধূপ স্কুল ব্যাগ খাতা পেন পেন্সিল বক্স থেকে শুরু করে বিভিন্ন খাদ্য সামগ্রী ছিল চোখে পড়ার মতো। তাদের এই সামাজিক কর্মসূচি বাদুর মহেশ্বরপুর পাল পাড়া গ্রামে দুস্থদের মধ্যে সাহায্য এলাকায় যথেষ্ট সাড়া ফেলে দেয়।

Total Page Visits: 235 - Today Page Visits: 1