May 17, 2022

বিজয়ার শুভেচ্ছা জানাতে ফুটবলার পিকের বাড়িতে রাজ্যপাল ধনকর

নিজস্ব প্রতিনিধিঃ

কিংবদন্তি ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবার হাজির হয়ে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বিজয়ার শুভেচ্ছা জানাতেই দিকপাল ফুটবলারের বাড়িতে হাজির তিনি। সেখানে গিয়েই তিনি ফুটবলারকে জানিয়ে দিলেন, তাঁর খেলার বড় ভক্ত তিনি। সল্টলেকে পিকে-র বাড়িতে গিয়ে প্রথমেই তিনি শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। তারপরেই তিনি বলেন, “আমি আপনার পরম ভক্ত। একটা সময় আপনার খেলা নিয়মিত দেখতাম। আপনাকে ফলো করতাম।” বেশ কিছুক্ষণ সেখানে খোশমেজাজে আড্ডাও দেন ফুটবলার-কোচের সঙ্গে। সেখানেই তিনি বলেন, “আপনার মতো কিংবদন্তিদের দেখে আমাদের অনুপ্রাণিত হওয়া উচিত।” পরে সাংবাদিকদের সামনে তিনি জানান, বিজয়া দশমীর শুভেচ্ছা জানাতেই তিনি হাজির হয়েছেন প্রবাদপ্রতিম ফুটবলারের বাড়িতে।

Total Page Visits: 246 - Today Page Visits: 1