August 17, 2022

বিধায়ক গৌতম চৌধুরীর নির্দেশনায় উত্তর হাওড়া শিল্পী সংস্থার মাতৃ বন্দনা এবং ছোট স্কুল পড়ুয়া শিশুদের পূজা উপহার

সত্যজিৎ চক্রবর্তী –

মহালয়া বাঙালীর মহা উৎসব এই উৎসব দিন থেকে শুরু হয়ে যায় বড় বড় দুর্গা পূজোর উদ্বোধন। রাজ্যের মুখ্য মন্ত্রী বেরিয়ে পড়েছে পূজা মন্ডপে উদ্বোধনের জন্য সেই সুবাধে, বিধায়ক গৌতম চৌধুরীর নির্দেশনায় উত্তর হাওড়া শিল্পী সংস্থার মাতৃ বন্দনা এবং ছোট স্কুল পড়ুয়া শিশুদের পূজা উপহার নিয়ে তাদের মুখে হাসি

ফোঁটাতে সংযুক্তা (বিশ্বতান) এর পক্ষ থেকে, মহালয়ার সকালে সালকিয়া হিন্দু স্কুলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক গৌতম চৌধুরী, অরিজিৎ বটব্যাল, সংস্থার সভাপতি সমিত ঘোষ, শিলাদিত্য কর এবিপি আনন্দ, শিবনাথ দে সরকার, এশিয়াড সোনাজয়ী, সৌরভ সিংহ সাংবাদিক সহ বিশিষ্টজনেরা এবং শিল্পীবৃন্দ। ছবি-সত্যজিৎ চক্রবর্তী।

About Post Author

Total Page Visits: 349 - Today Page Visits: 1