বিধায়ক রামেন্দু সিংহ রায়ের উদ্যোগে তারকেশ্বর চৌতাড়ায় রক্তদান শিবির

সত্যজিৎ চক্রবর্তী – তারকেশ্বর, হুগলী
৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহ রায়ের উদ্যোগে চৌতাড়ার মোড়ে এক বিরাট রক্তদান শিবির হয়ে গেল। শিবিরে প্রায় তিন হাজার নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।এই উপলক্ষে এক বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানও হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না,বিধায়ক ডঃ করবী মান্না,স্নেহাশীষ চক্রবর্ত্তী

এবং হুগলী জেলার তৃণমূল দলের সভাপতি দিলীপ যাদব,স্থানীয় তৃণমূল নেতা মুন্সী সাকাওয়াত হোসেন,গোপীনাথপুর। (১) পঞ্চায়েত প্রধান বিজলী মাঝি,সাংবাদিক নৌসাদ মল্লিক এবং সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন প্রসেনজিৎ কোনার।
উল্লেখ্য রক্তদান শিবিরে প্রায় ৩০০ জন পুরুষ ও মহিলারা রক্তদান করেন।