বিধায়ক পরেশ পালের উদ্যোগে হয়ে গেল “পদ্মা গঙ্গার ইলিশ উৎসব “

সোমনাথ সাহা ও রাজকুমার দাস:–
বর্ষার আগমনে সোনালী ইলিশ মাছের স্বাদ বাড়তে শুরু করেছে,এই সিজনে প্রতিটি মানুষের বাড়িতে বিশেষ করে বাঙালী দের পাতে তো বটেই ইলিশ মাছের নানান পদ প্রায় হেঁসেলের কড়ায়। তারই মাঝে রবিবার ২৫শে আগস্ট পূর্ব কলকাতায় সুভাষ মেলার পরিচালনায় বিধায়ক পরেশ পালের উদ্যোগে কাঁকুরগাছি এ পি সি পার্ক (বড় পার্ক ) এ বিশাল পদ্মা গঙ্গার ইলিশ উৎসব হয়ে গেল। এবছর এই উৎসব পনেরো বছরে পড়লো । এই উৎসবে মানুষের যোগদান ছিল চোখে পড়ার মতো, অনেকেই মাত্র তিনশো টাকার বিনিময়ে এই উৎসবে পেট ভরে ইলিশ মাছের নন পদ পেট ভরে খেতে পেরেছেন । মেনুর মধ্যে ছিল ভাত,ইলিশ তেলের মাছ ভাজা,ইলিশ কচুর শাক, ইলিশ ভাজা,সর্ষে ইলিশ,ইলিশ টক প্রমুখ। জিভে জল আনার মতন আইটেম ছিল উক্ত উৎসবে। স্বাদ নিতে

অতিথি হিসাবে ছিল কলকাতার মহানাগরিক ফিরহাদ ববী হাকিম, বিধাননগর এর নতুন মেয়র কৃষ্ণা চক্রবর্তী র পাশাপাশি শোভনদেব চট্টোপাধ্যায়,সায়নদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, শশী পাঁজা, অভিনেত্রী মাধবী মুখার্জী , পুরপিতা আশুতোষ দাস , পুরমাতা অলকানন্দা দাস , সমাজ সেবক রাজু নস্কর প্রমুখ।সকলেই এই উৎসবের আমেজ ও দুই বাংলার ইলিশ মাছের স্বাদ চেঁকে দেখেছেন। ছিলেন মন্ত্রী নেতা শুধু নয় বেশি করে উপস্থিত ছিলেন

আমজনতা। রবিবারের বাজারে এই সুন্দর সোনালী ইলিশের স্বাদ কে কেউ মিস করতে চায়নি। তাই এই উৎসব বরাবরের মতো এবারও হিট। বিধায়ক পরেশ পালের এই মহৎ উদ্যোগ সকলের কাছে বেশ জনপ্রিয় হয়ে রইলো। নিউজ বেঙ্গল অনলাইন এর পক্ষ থেকে বিধায়ক শ্রী পরেশ পাল মহাশয় এর জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ।