May 17, 2022

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে শহরে “অ্যাবিলেম্পিক্স”

সপ্তর্ষি সিংহঃ

সমাজের বহু শিশু কেউ মূক ও বধির আবার কেউ বয়সের তুলনায় কম বুদ্ধিসম্পন্ন। সমাজের এমন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কর্মসংস্হান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়েে শহরে আয়োজিত হল “অ্যাবিলেম্পিক্স”। স্বেচ্ছাসেবী সংগঠন ন্যাশনাল অ্যাবিলেম্পিক অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ও সার্থক এডুকেশন ট্রাস্টের যৌথ উদ্যোগে পূর্বভারতের মধ্যে কলকাতায় দুদিনে ব্যাপী অ্যাবিলেম্পিক্স এর সূচনা হল। শুক্রবার ঠাকুরপুকুরে এই কর্মসূচীর সূচনা লগ্নে উপস্হিত ছিলেন রাজ্য ডিসাবিলিটি কমিশনার দেবব্রত চ্যাটার্জি, ক্যাপজেমিনি ভাইস প্রেসিডেন্ট নির্মাল্য খান, লাভ বর্মা, নাই সংগঠনের সভাপতি জিতেন্দ্র আগরওয়াল, বিশিষ্ট লেখক সিদ্ধার্থ রাষ্ট্রগী, নাই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট সুধীর গুপ্তা সহ অন্যানরা। এদিন মিঃ আগরওয়াল বলেন, ২০০৮ সালে সার্থক ফাউণ্ডেশনের পথচলা শুরু হয়। সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কর্মসংস্হানের লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে। ইতিমধ্যে দেশে হায়দ্রবাদ, পুনে, চেন্নাই ও দিল্লী সহ ১৮ টি সেন্টার রয়েছে সংস্হার। কলকাতার উল্টোডাঙ্গায়একমাত্র সেন্টার রয়েছে যেখানে প্রায় ৫০০ ছাত্রছাত্রী প্রশিক্ষণরত। গত ১৪ ও ১৫ তারিখ চেন্নাইতে এই কর্মদক্ষতা মেলা আয়োজিত হয়েছিল। ২০১৩ সালে পূর্ব ভারত তথা কলকাতায় এই মেলা আয়োজিত হচ্ছে। কর্মদক্ষতা বৃদ্ধি ও বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের কর্মসংস্হানের লক্ষ্যে কর্মমেলার এই প্রয়াস নেওয়া হয়েছে।

Total Page Visits: 630 - Today Page Visits: 1