বিশ্ব পরিবেশ দিবসে হাওড়া পৌর নিগমের স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় বৃক্ষ রোপন করলেন মন্ত্রী অরূপ রায়

সত্যজিৎ চক্রবর্তী – হাওড়া
৫ই জুন হাওড়া পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় সকালে বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে, হাওড়া কর্পোরেশনের ভিতর বৃক্ষ রোপন করেন মন্ত্রী অরূপ রায় সঙ্গে ছিলেন, এমএলএ ডক্টর রানা রায় কমিশনার ও ডেপুটি কমিশনার OSC হেলথ এবং বিশিষ্ট ব্যক্তিরা। মন্ত্রী অরূপ রায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, সাধারণ মানুষের মধ্যে যদি সচেতন না হয় তাহলে দেশকে দুশন মুক্ত করা খুব কঠিন হয়ে পড়বে। ড্রেন থেকে প্লাস্টিক বোতল প্রচুর এগুলো তোলানো হয়েছে। সাংবাদিকরা জিজ্ঞেস

করেন প্লাস্টিক কি বন্ধ করা হবে? মন্ত্রী অরূপ রায় বলেন আজ থেকে হাওড়া পৌরসভা স্বাস্থ্য বিভাগের আমরা এই অভিযান শুরু করেছি নিশ্চয়ই বন্ধ করতে পারবো! কর্পোরেশনের মাটির তলা থেকে একটি প্লাস্টিক তুলে দেখায় যে ১০০ বছর ধরেও ওই প্লাস্টিকটির কোনো পরিবর্তন হয়নি। কিন্তু ঘাস ও পাতা মাটির সঙ্গে মিশে গেছে।