May 22, 2022

বিশ্ব সংগীত দিবসে প্রকাশ্যে এল শুভজিৎ-এর ‘ক্যানভাস’

নিজস্ব প্রতিনিধি –

আজ ২১ শে জুন, বিশ্ব সংগীত দিবস। গীত-বাদ্য-নৃত্যের সংমিশ্রণে সৃষ্টরুপ সঙ্গীত। সংগীত পরিতৃপ্ত করে সকলের মন, আর তাই সঙ্গীত ছাড়া কোনও মানুষেরই বেঁচে থাকা সম্ভব নয়। আর এমনই এক বিশেষ দিনে এ সময়ের অন্যতম প্রতিশ্রুতিমান সঙ্গীত শিল্পী শুভজিৎ প্রকাশ করলেন শুভজিৎ এন্ড কোম্পানীর এবারের পুজোর মৌলিক বাংলা গানের অ্যালবামের নাম “ক্যানভাস”। আজই শিল্পীর ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয় তাদের অ্যালবামের প্রথম পোস্টার। যেখানে শুভজিৎ জানান “আজকের দিনে যখন বেসিক বাংলা গানের একটা টালমাটাল অবস্থা, স্বাধীনভাবে নতুন গান শোনানোর মাধ্যম যখন খুবই সীমিত সে সময়ে সকলের আশীর্বাদ ও ভালোবাসায় আমাদের আরও একবার আস্থা রইলো সিডিতেই…এবার আমাদের পুজোর মৌলিক বাংলা গানের অ্যালবাম “ক্যানভাস”” অ্যালবামটির আনুষ্ঠানিক প্রকাশ পুজোর ঠিক আগেই, অ্যালবামটির সংগীতায়োজন করছেন শুভ দাস এবং সহ-সঙ্গীতায়োজনে অর্ণব সর্দার । বেশ কিছু নতুন চমক রয়েছে এবারের অ্যালবামে যা আর কিছু দিনের মধ্যেই প্রকাশ্যে আসবে। সবমিলিয়ে উত্তেজনার পারদ যে তুঙ্গে তা বলাই বাহুল্য। অ্যালবামটির ওয়েব মিডিয়া পার্টনার নিউজ বেঙ্গল অনলাইন এর পক্ষ থেকে গোটা টিমের জন্য রইলো অনেক অনেক অভিনন্দন।

Total Page Visits: 965 - Today Page Visits: 1