May 22, 2022

বিশ্ব হেপাটাইটিস দিবসে লিভার ট্রান্সপ্ল্যান্ট ও অঙ্গ প্রতিস্হাপনে সচেতনতা

সপ্তর্ষি সিংহঃ

২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। এই উপলক্ষ্যে হেপাটাইটিস রোগের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেসরকারী হাসপাতাল অ্যাপেলো গ্লেনিগাল্স শনিবার এক আলোচনার আয়োজন করেছিল। এদিনের আলোচনায় বরিষ্ঠ গ্যস্ট্রোলজি চিকিৎসক ও অধ্যাপক মাহেশ কুমার গোয়েঙ্কা বলেন, হেপাটাইটিস ভাইরাসের মাধ্যমে শরীরে লিভার ও বিভিন্ন অঙ্গের ক্ষতি হতে পারে। জল ও এক সিরিঞ্জ ব্যবহারের মাধ্যমে এই ভাইরাস ছড়াতে পারে। মূলত এ, বি, সি, ডি, ই ভাইরাসের মাধ্যমে এই রোগ ছড়ায়। প্রায় মিলিয়ন মানুষ সি ও বি ভাইরাসে আক্রান্ত হয়। তিনি এই বিষয়ে আরও জানান পরিসংখ্যান বলছে, প্রায় ১*৪ মিলিয়ন মানুষ প্রতি বছর মারা যায়। এবং দশ বছর বয়সের ৯০ শতাংশ শিশু এই রোগে আক্রান্ত হয়। অঙ্গ প্রতিস্হাপনের বিষয়ে তিনি বলেন, প্রতি বছর দেশের ২৫ হাজার মানুষ লিভার ট্রন্সপ্ল্যান্ট করেন, এর মধ্যে ১০০০-১৫০০ জন অ্যাপেলোর অধীনে। বিংশ শতকে দাঁড়িয়ে আধুনিক চিকিৎসার সৌজন্যে সফল অঙ্গ প্রতিস্হাপনের চিত্রটা বেড়েছে।

Total Page Visits: 581 - Today Page Visits: 1