May 17, 2022

বেটি বাঁচাও, বেটি পড়াও অভিযানে সামিল প্রাক্তন রাষ্ট্রপতি

সপ্তর্ষি সিংহঃ

ব্যবসার পাশাপাশি বানিজ্যিক সংস্হা স্কিপার লিমিটেড” বেটি বাঁচাও বেটি পড়াও অভিযনে সামিল হল। সংস্হার পক্ষ থেকে স্কিপার ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয় বর্ষে আয়োজিত হল সমাজসেবামূলক অভিযান কর্মসূচি। রবিবার শহরের এক পাঁচতারায় ভারতরত্ন প্রাক্তন রাষ্ট্রপতির উপস্থিতিতে ১৩৩৬ জন ছাত্রীর হাতে স্কলারশিপ প্রদান করা হয়। সংস্হার পক্ষ থেকে নারী শিক্ষার প্রসারে দুঃস্হ ছাত্রীদের হাতে স্কলারশিপ প্রদান প্রসঙ্গে প্রনব বাবু বলেন, শিক্ষার ক্ষেত্রে নারী শিক্ষার প্রসার অত্যন্ত প্রয়োজন। সুতরাং দেশের অগ্রনীর ক্ষেত্রে নারশিক্ষার প্রসার প্রয়োজনীয়।
এদিন উপস্হিত ছিলেন শিক্ষাবিদ আনন্দ কুমার, এমডি সজন কুমার বনসাল, শরন বনসাল, দেবেশ বনসাল, সিদ্ধার্থ বনসাল।

Total Page Visits: 293 - Today Page Visits: 1