January 23, 2022

বেলগাছিয়া যুব সম্মিলনীতে আসছে উমা

শরতের আকাশে সরোদও প্রাতে আগাম জানান দিচ্ছে উমা আসছে । আর মাত্র কয়েক দিন উমার অপেক্ষায় সাড়া বিশ্ববাসী তার পরেই মন্ডপে মন্ডপে পুজিত হবে উমা। পাড়ায় পাড়ায় সেরার সেরা লড়াই ইতি মধ্যেই শুরু হয়ে গেছে , আর সেই লড়াই এ থেমে নেই বেলগাছিয়া যুব সম্মিলনী। ৭৫ তম বর্ষে এবারের ভাবনা : ফিরব বলেই ফেরা যায়। সৃজনে : অঙ্কুশ ও সুমন। প্রতিমা শিল্পী : চায়না পাল। আবহে : সুরজিৎ রায়। আহ্বানে : বেলগাছিয়া যুব সম্মিলনী পরিবার উত্তর কলকাতার উত্তরের অভিমুখ “বেলগাছিয়া যুব সম্মিলনী” ভৈরব মুখার্জী লেন অন্তর্গত এবার ৭৫ তম বর্ষে আপনাকে জানায় শারদ আমন্ত্রণ। সাড়া বছর ধরেই এই ক্লাব বিভিন্ন ধরনের সমাজ সেবার সাথে যুক্ত

Total Page Visits: 579 - Today Page Visits: 1