August 14, 2022

বেলিয়াঘাটা ৩৩ পল্লী বাসী বৃন্দের পক্ষ থেকে সম্প্রতি এন্টিবডি টেস্ট (কোভিড-১৯) এর জন্য রক্ত পরীক্ষার আয়োজন করা হয়

জি,দেবনাথ –

সম্প্রতি বেলেঘাটা সি আই টি রোডে বেলিয়াঘাটা ৩৩ পল্লী বাসী বৃন্দ আয়োজিত মহামারী করোনা ভাইরাসের এন্টিবডি টেস্ট (কোভিড-১৯) এর জন্য রক্ত পরীক্ষার আয়োজন করা হয়। এই কোভিড -১৯ পরীক্ষায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিশ্বব্যাপী স্বেচ্ছাসেবী সংস্থা রোটারি ক্লাব অফ ক্যালকাটা, কাঁকুরগাছি। এই পরীক্ষা শিবিরে ৫৮ জন করোনা যোদ্ধার রক্ত পরীক্ষা করা হয়। এই পরীক্ষার মাধ্যমে জানা যাবে কোন ব্যক্তির শরীরে কতটা এন্টিবডি তৈরি আছে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলেঘাটা বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী পরেশ পাল, রোটারি ক্লাব অফ ক্যালকাটা (কাঁকুরগাছি) র সভাপতি ডাঃ দিব্যেন্দু ব্যানার্জী, ডি, জি, ই- রোটারিয়ান শ্রী প্রবীর চ্যাটার্জি। এই কোভিড- ১৯ এন্টিবডি টেস্ট সম্বন্ধে বেলিয়াঘাটা ৩৩ পল্লী বাসী বৃন্দ সংস্থার সম্পাদক শ্রী হাবু সাহা জানালেন এই টেস্ট করানোর যথেষ্ট প্রয়োজনীয়তা আছে আমাদের এই সংস্থা ২০০১ সালে স্থাপিত হয়। আমাদের কর্মযজ্ঞ কেবলমাত্র দুর্গোৎসব এর মধ্যে সীমাবদ্ধ নয় আমরা সারা বছর ধরেই নানান ধরনের সামাজিক কর্মকান্ড করে থাকি। কখনও বৃক্ষরোপন, গ্রীষ্মকালে স্বেচ্ছা রক্তদান শিবির, লকডাউন কালে সাধারণ দুঃস্থ মানুষের পাশে থাকা থেকে শুরু করে সব ধরণের সামাজিক কর্মকান্ডে নিজেদের নিয়োজিত করে রেখেছি। ও কলকাতার বাহিরে গিয়েও আমরা দুস্থ অসহায় মানুষের হাতে ত্রাণ দিয়ে এসেছি।

About Post Author

Total Page Visits: 2724 - Today Page Visits: 2