November 29, 2022

বেহালা ১১ পল্লীর এই বছরের ভাবনা “থিম নয় বাস্তব”

সোম সাহা –

একদিকে করোনার আক্রমণ অন্যদিক লকডাউন এই দুই কে সঙ্গে নিয়েই আসতে আসতে ছন্দে ফিরছে বাংলা। আর দেখতে দেখতে প্রায় কয়েক মাস অতিক্রান্ত হবার পর অনলক পর্ব শুরু হয়েছে এখন, আর এর মধ্যেই আসছে বংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। কিছুদিন আগে পযন্ত ও পুজো কমিটি গুলি খুবই চিন্তার মধ্যে ছিল এই বারে এই মহামারির মধ্যেও কি তারা পুজো করতে পারবেন তো ? সব চিন্তার অবসান ঘটালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মতি মমতা ব্যানার্জি। তিনি পুজো কমিটি গুলির কাছে জানান করোনার সংক্রমণ যাতে না বারে, তার জন্য সব রকমের ব্যাবস্থা করতে হবে। আর এই নিয়ম মেনে চললেই পুজো করা যাবে। আর এই খবর শুনেই খুবই খুশি পুজো উদ্দোগতারা যে পুজো তালে হচ্ছে কিন্তু সব ধরনের নিয়ম মেনে। বেহালা অঞ্চেলের পুজোগুলির মধ্যে অন্যতম হলো বেহালা ১১ পল্লীর পূজামণ্ডপ এই বছরের ভাবনা “থিম নয় বাস্তব” এই পুজো সম্পর্কে স্বাগতা সামন্ত যুগ্ম সম্পাদিকা

আমাদের প্রতিনিধি কে জানান দূর্গা উৎসব আমাদের কাছে অক্সিজেনের মত তাই কোভিড -১৯ মহামারীর রূপ নেওয়ার পরেও আমরা থেমে থাকিনি। পশ্চিমবঙ্গ সরকার ও ফোরাম ফর দুর্গোৎসব এর সমস্ত নিয়ম বিধি মেনে এগিয়ে চলেছি। এ বছর আমরা মহিলারা পুজোর দায়িত্ব ভার তুলে নিয়েছি নিজেদের কাঁধে এই দায়বদ্ধতার উৎসবে আমরা এ বছর অসুরদলনী মাকে নয় করুণাময়ী মায়ের আরাধনায় রত হতে চলেছি। গত মার্চ মাস থেকে গৃহবন্দি অবস্থায় ছিলাম আমরা সকলে সেই সময়ে প্রতিনিয়ত সংবাদপত্র ,সোশ্যাল মিডিয়ায় আসতে থাকা মানুষের যন্ত্রণার ছবি আমাদের মত নিরাপদে থাকা অনেক মানুষেরই রাতের ঘুম কেড়ে নেয়। জাকজমক পূর্ণ পুজোর ভাবনা তখন হারিয়ে যায় এবং শিল্পী মধুরিমা পালের ক্যানভাসে তখন উঠে আসে জনজীবনের হাহাকার। সেই সমস্ত শিল্পকর্মই ডুব দিচ্ছে বেহালা ১১ পল্লীর পূজামণ্ডপে। আমাদের থিমের নাম “থিম নয় বাস্তব” এর মাধ্যমে আমরা সমাজের কাছে এক জরুরি এবং মানবিক বার্তা পৌঁছে দিতে চলেছি। সকল দর্শকের কাছে আমাদের অনুরোধ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সদস্যদের সঙ্গে। আর এক বার হলেও আসুন আমাদের মণ্ডপের। জয় মা দুর্গার জয়

About Post Author

Total Page Visits: 3460 - Today Page Visits: 1