ব্রহ্মপুর বালক সংঘ দীর্ঘ ৫০ বছর ধরে সমাজ সেবায় দক্ষিণ কলকাতার বাঁশদ্রোনি এলাকায় যথেষ্ট সুনাম অর্জন করে চলেছেন

দীপক ঘোষ – কলকাতা
কলকাতা পৌর সভার ১১১নং ওয়ার্ডে অবস্থিত এই বালক সংঘ ক্লাব টি। ১৯৭০ সালে এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। এ বছর অর্থাৎ ২০২০সালে ক্লাবটি ৫০ বছরে পদার্পণ করেছে। ক্লাবটি দীর্ঘ ৫০ বছর ধরে মানুষের সেবায় কাজ করে চলেছেন এবং সামাজিক কাজকর্মে ও এলাকায় খুব সাফল্য লাভ করেছেন। এই

সমাজ সেবামূলক কাজ পরিচালনার জন্য দক্ষিণ কলকাতার বুকে মাইল ফলক এ পরিণত হয়েছে এই বালক সংঘ ক্লাব টি। দীর্ঘ ৫০ বছর ধরে মানুষের সেবায় কাজ করার পর উদাহরণস্বরূপ এক কাজের কথা দেখা গেলো। বর্তমানে যে কোভিড১৯ যে ভাবে বাংলার বুকে সংক্রমণ ছড়িয়ে ত্রাস সৃষ্টি করে চলেছে এবং লক ডাউনে দিন আনা দিন খাওয়া মানুষের

রুটি,রোজ গার প্রায়ই বন্ধের মুখে। তাই তাদের কথা মাথায় রেখে বালক সংঘ ক্লাব ব্রহ্মপুর বাসীদের মধ্যে সাত দফায়প্রায় ৩০০০ পরিবার কে ত্রান সামগ্রী প্রদান করে চলেছে। এছাড়াও তারা বিভিন্ন অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে ও ত্রাণ সামগ্রী প্রদান করে চলেছেন, এবং মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে ও অর্থ প্রদান করেন। ক্লাবের বর্তমান সভাপতি আহিন্দ্র নাথ চক্রবর্তী ও সম্পাদক সুজিত মুখার্জি তারা জানালেন আমরা প্রতিবছরই

থ্যালাসেমিয়া রোগীকে সাহায্য করি। এছাড়াও আমাদের ক্লাবে এলাকাভিত্তিক খেলাধূলায় জনপ্রিয়তা থাকার জন্য ক্লাবে যোগা প্রশিক্ষণ কেন্দ্র, ডান্স একাডেমী,ক্যারাটে স্কুল এর প্রশিক্ষণ এর ব্যবস্থা করেছি। তিনি সবশেষে জানালেন গতবছর বালক সংঘের পরিচালনায় ব্রহ্মপুর বোড়াল সার্বজনীন দুর্গোৎসবে এক চমকপ্রদ দূর্গা পূজা করে যা ব্রম্ম পুর বাসীর মনেচির স্মরণীয় হয়ে থাকবে। দক্ষিণ কলকাতায় বাশঁ দ্রোনি এলাকায় ব্রহ্মপুর বালক সংঘ মানবিক কাজকর্মে দক্ষিণ কলকাতার বুকে।