August 11, 2022

“ব্রহ্মবর্তিনী” রূপে মা সরস্বতী

নিজস্ব প্রতিনিধি – কলকাতা

শৌনক ও শৌভিক এর ভাবনায় শৌনভিক এর ২০২০ সালের সরস্বতী পূজার ভাবনা সঙ্গীত “ব্রহ্মবর্তিনী” আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হাওয়ার পরেই স্বনাম ধন্য শিল্পী রূপ চাঁদ কুন্ডু র সৃজন এ গড়ে তোলা মাতৃ মূর্তি পূজিতা হলেন শৌনভিক এর প্রাঙ্গণে। তাদের ভাবনা সঙ্গীত এ যে তিনজন শিল্পী শৌনকের কথায় ও সুরে

প্রাণ দান করেছেন তারা হলেন ব্রততী বন্দোপাধ্যায়, শ্রীরাধা বন্দোপাধ্যায় ও রাঘব চট্টোপাধ্যায়। রমেন কুমার পাল ফ্যানস ক্লাব আয়োজিত বীণাপাণি আরাধনা সম্মান এর বিচারে সেরা প্রতিমার সম্মান লাভ করেন শৌনভিক। তাদের এই ২৪ তম বর্ষের পুজোয় এই প্রথম এত বড়ো কোনো সম্মান লাভ করে আপ্লুত শৌনভিক এর সকল ছাত্র ছাত্রী। পুরষ্কার নিয়ে মুকুন্দপুর এর কিছু অঞ্চল পরিক্রমা করেন আড়াই

বছর থেকে শুরু করে ছোটো বড়ো সকল ছাত্র ছাত্রী। শৌনভিকের পক্ষ থেকে শ্রদ্ধেয় রমেন কুমার পাল সহ সকল গুণী শিল্পী, বিচারক ও কর্তৃ পক্ষ কে রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

About Post Author

Total Page Visits: 1247 - Today Page Visits: 2