ব্রিটানিয়া নিয়ে এল নিউট্রিচয়েস

সপ্তর্ষি সিংহ :
আগামী পাঁচ বছরের মধ্যে নিউট্রিচেস কে ১০০০ কোটি টাকার ব্র্যাণ্ড করার লক্ষ্যে ব্রিটানিয়া ইণ্ডাস্ট্রিজের বর্তমানে এই ব্র্যাণ্ডটির বিক্রী বছরে ৫০০ কোটি টাকার বেশি। নিউট্রিচয়েস ব্র্যান্ডের ব্রিটানিয়া-র ডাইজেসটিভ, থিন অ্যারারুট ছাড়াও সুগার ফ্রি ক্র্যাকার্স বিস্কুট রয়েছে। বৃহস্পতিবার শহরে সংস্হার মার্কেটিং হেড বিনয় সুব্রক্ষ্যনম বলেন, নিউট্রিচয়েস আমাদের অন্যতম গ্রোথ প্রোডাক্ট। গত পাঁচ বছরে ব্র্যাণ্ডটি দেড়গুণ বৃদ্ধি পেয়ছে। এই বৃদ্ধির ধারা অব্যাহত রেখে আমাদের পাঁচ বছরে দ্বিগুণ করা লক্ষ্য। পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতে সুগার ফ্রি বিস্কুট বাজারে ৭০ শতাংশ।
তবে বিস্কুটের বাজারে এখন দেশে ৫-৬ মাস মন্দা চলতে পারে বলে মনে করছে ব্রিটানিয়া।