বড়দিনে ঘরের মাঠে জয় এটিকের

নিজস্ব প্রতিনিধি –
ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি’কে হারিয়ে লিগ তালিকার শীর্ষে উঠে এল এটিকে। পাশাপাশি ঘরের মাঠে চলতি মরসুমে অপরাজেয় তকমাটাও ধরে রাখল কলকাতার এই ফ্রাঞ্চাইজি দল। ডেভিড উইলিয়ামসের গোলে লিগ টেবলের দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফস’কে হারাল লাল-সাদা ব্রিগেড।
প্রথমার্ধের শুরুতেই বেঙ্গালুরুর লকগেট ভাঙার সুযোগে চলেছিল এটিকে অধিনায়ক রয় কৃষ্ণর সামনে। যদিও সেই সুযোগ কাজে লাগেনি। এছাড়াও প্রথমার্ধে একাধিক ভয়ঙ্কর আক্রমণ উঠে এসেছিল এটিকে-র মিডফিল্ডার এবং ফরোয়ার্ডদের বোঝাপড়ার ফসল হিসেবে। তবে, গোলের দেখা পাওয়ার জন্য এটিকে-কে অপেক্ষা করতে হয় ম্যাচের ৪৭ মিনিট পর্যন্ত। রয় কৃষ্ণর অনবদ্য পাস থেকে এটিকে’র হয়ে ম্যাচের একমাত্র গোলটি আসে ডেভিড উইলিয়ামসের পা থেকে তবে, গোলের ব্যবধান আরও বাড়তে পারত এই ম্যাচের। ম্যাচের ৮০ মিনিটে এটিকে-কে নিশ্চিত গোল থেকে বঞ্চিত করেন রেফারি। রয় কৃষ্ণর চেস্ট ট্র্যাপ করে অসাধারণ ফিনিসিং অফ-সাইডের পতাকা তুলে বাতিল করিয়ে দেন সহকারী রেফারি ভাইরামুথু। এই ম্যাচ জিতে কলকাতার পয়েন্ট দাঁড়াল ১৮।