ভারত-পাক যুদ্ধের অপেক্ষায় লন্ডন

ওভালঃ
বিশ্ব ক্রিকেটে ভারত-পাকিস্তানের ম্যাচ মানে টানটান উত্তেজনা। দুই দেশের রাজনৈতিক ভাবাবেগের প্রভাব ভীষনভাবে পড়ে এই ম্যাচের উপর। তার উপর সমর্থকদের প্রত্যাশার চাপ। আর কোনও ম্যাচ হার-জিতের হিসেব তাঁরা ভুলে যেতে পারে এই একটা ম্যাচ জিতে নিলে। এমনই এই ম্যাচের মহিমা। তাও আবার বিশ্বকাপের মঞ্চে। রবিবার ২০১৯ বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। যা নিয়ে অনেকদিন ধরেই তেতে রয়েছে দুই দেশ। টিকিট শেষ হয়েছে বহুদিন আগেই। তিনগুন, চারগুন দামে বিকোচ্ছে শেষবেলার টিকিট। কিন্তু ইতিহাস বলছে বিশ্বকাপের আসরে এক্ষেত্রে ১০০ শতাংশ রেকর্ড ভারতেরই পক্ষে। এখনও পর্যন্ত একবারও বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ভারতের জন্য এই ম্যাচ ততটাই গুরুত্বপূর্ণ। ইতিহাস ১০০ শতাংশ তাদের সঙ্গে থাকায় সেটা ধরে রাখার চাপটা অনেকটাই বেশি।
বিরাট কোহলির মতে, এই ম্যাচের ক্রেজ, উত্তেজনা তাদের উপর প্রভাব ফেলবে যারা এর স্বাদ পাননি। কিন্তু দলের কাজ হল বাকি ম্যাচের মতো এই ম্যাচেও নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলা।