October 7, 2022

ভিক্টোরিয়ায় শুরু হল মহাত্মা গাণ্ধির চিত্র প্রদর্শনী

সপ্তর্ষি সিংহঃ

চলতি বছর জাতির জনক মহাত্মা গাণ্ধির ১৫০ তম জন্ম শতবর্ষ উদযাপিত হতে চলেছে। এই উপলক্ষ্যে শহরের ঐতাহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাঙ্গণে আয়োজিত হল মহাত্মা গাণ্ধির জীবনের উপর চিত্র প্রদর্শনী। এক্সিম ব্যাঙ্কের উদ্যোগে বাপুজিকে নিয়ে অঙ্কিত চিত্র প্রদর্শনীর সূচনা হল সোমবার। বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরি ও এক্সিম ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার বিক্রমাদিত্য উগরা। ২২ জুলাই থেকে শুরু হওয়া এই প্রদর্শনী আগামী ১০ আগস্ট পর্যন্ত চলবে। বাপুজির জীবনিতে বিভিন্ন সময়ের আণ্দোলন ফুটে উঠেছে পটুয়া চিত্রশিল্প, ফাড পেন্টিং, গন্ড পেন্টিং, সাঁঝি ক্র্যাফ্ট, মধুবনি আর্ট, তানজোর পেন্টিং, ওয়ার্লি পেন্টিং, পটচিত্র, কলমকারি পেন্টিংয়ের মতো চিত্রশিল্পের মাধ্যমে বাপুজির কর্মকাণ্ড তুলে ধরার প্রয়াস।

About Post Author

Total Page Visits: 389 - Today Page Visits: 3