মঙ্গলবার থেকে পরিষ্কার হতে পারে আকাশ

নিজস্ব প্রতিনিধি –
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় “জাওয়াদ'” এখন নিম্নচাপে পরিণত হয়েছে, আর তার জেরে রবিবারের পর সোমবারও বৃষ্টি অব্যাহত রয়েছে কলকাতা সহ বাংলার একাধিক জেলার বিভিন্ন অংশ জলমগ্ন। নাজেহাল আমজনতা, কলকাতার রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় এখনও জল জমে রয়েছে কিন্তু পুরসভার কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করছেন জল মাধ্যমে বার করে রাস্তাঘাট পরিষ্কার

রাখার এই পরিস্থিতি থেকে কবে মিলবে রেহাই ? কবে পড়বে শীত? আলিপুর হাওয়া অফিস বলছে মঙ্গলবার থেকেই মেঘ কাকাটতে শুরু করবে ও রোদের দেখাও মিলতে পারে? তবে আরো বেশি শীত পড়তে অপেক্ষা করতে হবে ডিসেম্বর মাঝামাঝি। তার আগে রাতের তাপমাত্রা আজ থেকে কমতে পারে কিছুটা। তবে বৃষ্টির জেরে দিনের তাপমাত্রা কিছুটা কমায় শীতের আমেজ থাকবে। ঘূর্ণিঝড় ও নিম্নচাপের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে বঙ্গে। হাওয়া অফিসের মতে, ঘূর্ণিঝড় জাওয়াদ কাটার কয়েকদিন পর রাজ্যে শীত পড়ার পরিস্থিতি তৈরি হবে।