June 29, 2022

মহানগরে মাহেশ নবমী উৎসব আয়োজিত হল

সপ্তর্ষি সিংহঃ

রবিবাসরীয় সন্ধ্যায় শহরের এক প্রেক্ষাগৃহে নেমে এসেছিল এক টুকরো রাজস্হান। মাহেশ্বরী সভা আয়োজিত মাহেশ নবমী উৎসব উপলক্ষ্যে এক

সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে প্রায় ১০০ জন অংশগ্রহণ করেছিল। এই সভার সূচনা করেন সংগঠনের প্রেসিডেন্ট পুরষোত্তম মেমানি। এছাড়াও বিশেষ অতিথি হিসবে উপস্হিত ছিলেন কমল লাখটিয়া, দেবীপ্রসাদ মুন্ধরা, শিবরতন ঝাবর প্রমুখ। মূলত এদিন সংগঠনের জন্মদিন উপলক্ষ্যে এই সভা ও অনুষ্ঠান আয়োজিত হয়।

Total Page Visits: 729 - Today Page Visits: 1