মহেশ্বরপুর হাই স্কুল প্রাঙ্গণে ও মল্লিকপুর বাজারে তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির আয়োজন

সত্যজিৎ চক্রবর্তী –
বৃহস্পতিবার ২২সে জুলাই পোলবা,হুগলী দাদপুর ব্লক তৃণমূল কংগ্রেস ও বেলমুড়ি অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে অতিমারীর পরিপ্রেক্ষিতে দুটি রক্তদান শিবির হয়ে গেল যথাক্রমে মহেশ্বরপুর হাই স্কুল প্রাঙ্গণে ও মল্লিকপুর বাজারে। উভয় শিবিরের উদ্বোধন করেন বিধায়ক অসীমা পাত্র। মহেশ্বরপুর রক্তদান শিবিরে

সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত, বিধায়ক অসিত মজুমদার, হুগলি জেলা তৃণমূল কংগ্রেস দলের সভাপতি দিলীপ যাদব, সুভাষ ঘড়া, মহিবুল ইকবাল, সোমনাথ খাঁ, অঞ্জন সিংহ রায় প্রমূখ।মল্লিকপুর বাজারে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বেলমুড়ি অঞ্চল তৃণমূল সভাপতি সুব্রত ব্যানার্জি, বিশিষ্ট সাংবাদিক নৌশাদ মল্লিক, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান নিতাই দাস, সনৎ মান্না, গোলক দেশমুখ, সুদর্শন দাস, বিদ্যুৎ মালিক, সাবির মল্লিক প্রমূখ। দুটি শিবিরেই ১০০ জন মানুষ রক্তদান করেন।