মাইকেল বোসের নতুন একক চিত্র প্রদর্শনী শুরু হল একাডেমিতে

নিজস্ব প্রতিনিধি – কলকাতা
শিল্পী মাইকেল বোস চিত্রশিল্পী হিসাবে অনেক কাজ করেছেন। চিত্রশিল্পী হিসাবে তাঁর একাধিক একক চিত্রপ্রদর্শনী দর্শকদের মন ছুঁয়ে গেছে।
বেশ কয়েকমাস আগে তার একটি চিত্র প্রদর্শনী হয়েছিল। এবার মাইকেল বোসের নতুন একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে একাডেমিতে। বুধবার ৮ জুন এই চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল উপস্থিত ছিলেন শিল্পী দেবব্রত চক্রবর্তী, শিল্পী বিমল কুন্ডু, শিল্পী মলয় দাস, শিল্পী পার্থসারথি নাথ, শিল্পী পৃথ্বীশ সিকদার, শিল্পী বাদল পাল,

সমাজসেবী দেবলীনা রায় চৌধুরী, সমাজসেবী শ্যামাদাস, সমাজসেবী সুজিত কুমার ঘোষ, কবি ফুল্লোরা মুখোপাধ্যায়, অভিনেত্রী সুভদ্রা মুখার্জি উপস্থিত ছিলেন এই চিত্র প্রদর্শনীতে। এই একক চিত্র প্রদর্শনী নিয়ে মাইকেল বোস জানালেন এটা আমার ১৮ তম একক চিত্র প্রদর্শনী। ৮ তারিখ শুরু হয়েছে, ১৪ তারিখ পর্যন্ত প্রর্দশনীটি চলবে। মোট ২২টি পেন্টিং রয়েছে। সবকটা আঁকাতেই নারীদের কষ্ট তুলে ধরা হয়েছে।