August 13, 2022

মা দুর্গার আরাধনায় “তাসামের” পোশাক

নিজস্ব প্রতিনিধি –

তাশান পুজো ফটোশুটে হাজির সংগীতশিল্পী থেকে অভিনেতা,অভিনেত্রীরা। দক্ষিণ কলকাতার একটি স্টুডিওতে সাম্প্রতি হয়ে গেল তসম পুজো ফ্যাশন সুট ২১।

তসম ফ্যাশন স্টুডিওর কর্ণধার প্রমিত মুখার্জি এই বছর দুর্গা পুজোর জন্য অভিনব কালেকশন নিয়ে আসতে চলেছে নানা বয়সের নারী-পুরুষ উভয়ের ডিজাইনার পোশাকে সেজে উঠবেন মডেল ইয়াসভির, শিভাম, ইন্দেরপাল পামিতা

প্রিয়াঙ্কা আরিয়াভ ইশিকা প্রমুখ। এই প্রথমবার আর একটি চমক দিতে চলেছে প্রমিত মুখার্জি তার সঙ্গে স্টুডিওর ব্র্যান্ডে কলকাতার একনামি পুজো কমিটি কুমারী পুজোর কস্টিউম শাড়ি ডিজাইন করতে চলেছে এইটাই হচ্ছে এই বছরের বিশেষতৃ। এই পুজোর প্রমিত মুখার্জির কালেকশনে দেব

দেবীর সাজে সেজে উঠবেন মডেলরা । দুর্গার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী ও মডেল সুচরিতা চক্রবর্তীকে এবং থাকছেন সেলিব্রিটি মডেল গুরুজিৎ সিং এবং পায়েল ভার্মা। এইসব অভিনয় পোশাকের কালেকশন লঞ্চ করা হবে প্রমিত মুখার্জি অফিশিয়াল ওয়েবসাইট।

ছবি – রাজেন বিশ্বাস।

About Post Author

Total Page Visits: 566 - Today Page Visits: 1