“মিস প্রিয়দর্শিনী ২০১৯” এর জমজমাট গ্র্যান্ড ফিনালে শহরে হয়ে গেল

সোমনাথ সাহা – কলকাতা
সম্প্রতি কলকাতার ওজাস ব্যাঙ্কয়েটে জমজমাট গ্র্যান্ড ফিনালে হয়ে গেল ” মিস প্রিয়দর্শিনী ” ২০১৯ এর। “প্রিয়দর্শিনী” ম্যাগাজিনের দুই কর্ণধার শ্রী দেবাঞ্জন এবং শ্রী পুস্পজিত বাবু সাংবাদিকদের জানান যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আমাদের এই কন্টেস্টে ১৫০ জন অংশগ্রহণ করেছিল। সেখান থেকে বিভিন্ন রাউন্ডের পর মোট ১৮জন প্রতিযোগিকে বেছে নেওয়া হয়। আজ গ্রেন্ড ফিনালের দিন বেশ কয়েকটি রাউন্ড এর পর বিচারক মণ্ডলীরা তাদের মধ্যে থেকে বিজয়িনী দের নির্বাচিত করেন । যার বিজয়িনী হলেন তাদের নাম হল প্রথম রানার আপ হয়েছেন পিঙ্কি

রাউথ , দ্বিতীয় রানার আপ হয়েছেন বিপাশা ঘোষ , হৃদিমা মজুমদার সেরা হাসির জিতে নিলেন , সেরা উপস্থাপনা সুচন্দ্রা চক্রবর্তীর , হাঁটার শিরোপা জিতলেন ডোনা গুপ্তা, ও সর্বপরি মিস প্রিয়দর্শিনী ২০১৯’ হলেন সৌরিসঞ্জারি চ্যাটার্জী । বিচারক রা সকল বিজয়ী দের হাতে পুরস্কার তুলেদেন । বিচারক মণ্ডলীর সদস্য হলেন অভিনেত্রী মৌমিতা পন্ডিত , ছিলেন অভিনেতা শন ব্যানার্জী, আয়েনারীর কর্ণধার আজম মিয়ানুর ও অভিনেত্রী পায়েল মুখার্জী ।
ছবি – বুলান ঘোষ।