August 11, 2022

মুক্তি পেল অঞ্জন চোধুরী ঘরানার নতুন বাংলা ছবি “বিদ্রোহিনী”

সোমনাথ সাহা – কলকাতা

ভালোবাসার দিনে অর্থাৎ ১৪ ই ফ্রেব্রুয়ারি মুক্তি পেল মিরাজ মুভিজ প্রযোজিত সন্দীপ চৌধুরী পরিচালিত অঞ্জন চোধুরী ঘরানার নতুন বাংলা ছবি “বিদ্রোহিনী”। ছবি মুক্তি উপলক্ষে উপস্থিত ছিলেন ছবির নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত, নায়ক জিতু কমল, অভিনেত্রী

বিদিশা চৌধুরী, সোনালি চৌধুরী, সঙ্গীত পরিচালনায় রয়েছেন অন্বেষা দত্ত গুপ্ত। ছবিটি সম্পর্কে পরিচালক শ্রী সন্দীপ চৌধুরী বলেন ছবিটির গল্প কিরণকে নিয়ে যিনি এখনও পনেরো বছর আগের স্মৃতিতে ভুগছেন। পনেরো বছর আগে, কিরণের বোন অরুণিমাকে গুন্ডারা অপহরণ করেছিল। সাত দিন পরে

অরুনিমাকে আহত অবস্থায় পাওয়া যায় এবং তার সাথে ঘটে যাওয়া ঘটনার পরে সে নিঃশব্দ হয়ে যায়। তারপর হটাৎ তাঁদের বাবা মা মারা যায়। কিরণ এবং অরুনিমা তারপরে মামার বাড়িতে থাকতে শুরু করে। কিরণ নিজেকে আইপিএস পরীক্ষার জন্য প্রস্তুত করে এবং তিনি পুলিশ হওয়ার সিদ্ধান্ত নেন। সে কি

প্রতিশোধ নিতে সফল হবে ? তারপর কি ঘটনা ঘটে সেটি সিনেমা হলে এসে দেখার অনুরোধ রইল সবার। আমি ধন্যবাদ জানাই আমার ছবির সকল কলা কুশলীদের ও মিরাজ মুভিজ এর সকলকে আমার পাশে থাকার জন্য।

ছবি – সঞ্জয় ভট্টাচার্য।

About Post Author

Total Page Visits: 1192 - Today Page Visits: 3