June 29, 2022

মুক্তি পেল “গোত্র” ট্রেলর

নিজস্ব প্রতিনিধিঃ

সমাজ এখন একটা জটিল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। চারপাশে একটা অসহিষ্ণুতার আবহ, সবাই যেন সবার শত্রু। এই সময়ে দাঁড়িয়ে খুব প্রয়োজন ছিল ‘গোত্র’-র মতো একটা ছবি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই ছবিতে অভিনয় করছেন অনুসূয়া মজুমদার, নাইজেল আকারা, মানালি দে, খরাজ মুখোপাধ্যায় প্রমুখ।সাড়ম্বরে নন্দনে মুক্তি পেল “গোত্র” ছবির ট্রেলার। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এই “গোত্র” ছবিটি মুক্তি পেতে চলেছে জন্মাষ্টমীর দিনে।।প্রসঙ্গত, ওম সাহানির সঙ্গে প্রথমবার কাজ করলো উইন্ডোজ প্রোডাকশন। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় তাঁর সঙ্গে কাজ করে খুবই খুশি, এমনই জানালেন “গোত্র” ছবির দুই পরিচালক।

Total Page Visits: 293 - Today Page Visits: 2