May 16, 2022

মুক্তি পেল ‘ঘুন’

সপ্তর্ষি সিংহঃ

সম্পর্কের রসায়নে পরিচালক শুভ্র রায় তাঁর প্রথম ছবি ‘ঘুণ’-এর মাধ্যমে তুলে ধরলেন জটিল থেকে জটিলতর নানান সম্পর্কের সমীকরণ। কাঠের মতোই দীর্ঘদিন একই নিয়মে চলতে চলতে সম্পর্কেও ঘুণ ধরে। কাঠে ঘুণ ধরলে যেমন তাকে ফেলে দিয়ে নতুন আসবাব

বানাতে হয় বা সারিয়ে নিতে হয়, সম্পর্কের ক্ষেত্রেও তাই। দু’ঘন্টার ছবি জুড়ে এই সম্পর্ক মেরামতির কাজটাই করে গেলেন অভিনেতারা। তার কিছু হয়তো মেরামত করা গেল, কিছু আবার বাদও দিতে হলো।

বিক্রম, পুনম, জয়, বিনীতা, অমিত, সিম্মি। এই ছ’টি চরিত্র নিয়ে শুরু হয় ‘ঘুণ’-এর গল্প। শুরুর প্রায় প্রথম ৪৫ মিনিট বিভিন্ন ছেঁড়া-ছেঁড়া ঘটনার কোলাজ

দর্শককে ধোঁয়াশায় রাখে। বিশেষ ধৈর্য প্রয়োজন এই সময়টা প্রেক্ষাগৃহে বসে থাকার জন্য তবে তারপরে ছবি গতি পায় ক্রমশ পরিস্কার হয় চরিত্রগুলির মধ্যেকার সমীকরণ।

ছবি – বিশ্বজিৎ সাহা।

Total Page Visits: 298 - Today Page Visits: 1