June 29, 2022

মুক্তি পেল নতুন বাংলা ছবি ‘জিও জামাই’- এর  ট্রেলার ও মিউজিক

তনয় মন্ডল – কলকাতা

জ্যোতি প্রোডাকশন জয়দেব মণ্ডল প্রযোজিত ও নেহাল দত্ত পরিচালিত নতুন বাংলা ছবি ‘জিও জামাই’ – এর ট্রেলার ও মিউজিক মুক্তি পেল কলকাতায়। ট্রেলার ও মিউজিক লঞ্চ  অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন ছবির নায়ক হিরন, নায়িকা ঈশানি ঘোষ, পরিচালক নেহাল দত্ত,অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী , গায়ক রায়ণ রায়, দেবাঞ্জলি বি জোশি, শীর্ষা রক্ষিত , ছবির  সহ প্রযোজক রূপা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। ছবির নায়ক হিরন বলেন – জিও  জামাই একটি কমেডি স্টোরি হলেও তাতে সামাজিক বার্তা আছে  আমার মনে হয় 

পুরো পরিবারের একসঙ্গে বসে এই ছবির আনন্দ উপভোগ করতে পারবে, কারণ এই ছবিতে    ফ্যামিলি ড্রামা সহ একটি সুন্দর  লাভ স্টোরিও আছে। ছবির নায়িকা ঈশানির প্রথম সিনেমা এটা টলিউডের অচেনা মুখ হলেও বাংলা দেশে খুবই জনপ্রিয় এই  অভিনেত্রী। পরিচালক নেহাল দত্ত বলেন হিরণ-এর অভিনয় দক্ষতার জন্যই এই চরিত্রে তাঁকে নেওয়া হিরণ ছাড়া অন্য কারো কথা মাথায় আসেনি। ঈশানিও খুব ভাল কাজ করেছে, বাকি অভিনেতারা মানে

রজতাভ দত্ত, তুলিকা বসু, বিশ্বজিৎ চক্রবর্তী , মৌমিতা চক্রবর্তী, সুমিত গাঙ্গুলি র অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ছবিতে রয়েছে মোট তিনটি গান রয়েছে, গান গুলি গেয়েছে আরমান মালিক, দেবাঞ্জলি বি জোসি, পালক মুছল ও আরও অনেকে জিও জামাই’,-এর সাফল্য নিয়ে সকলেই খুবই আশাবাদী।

Total Page Visits: 273 - Today Page Visits: 1