October 7, 2022

মুক্তি পেল নতুন বাংলা ছবি “বং ও রহস্য”- এর ট্রেলার

তনয় মন্ডল – কলকাতা

সম্প্রতি আরযে ফিল্ম ও ওয়ার্কসপ প্রোডাকশনের নতুন বাংলা ছবি ‘বং ও রহস্য ‘র ট্রেলার ও গান মুক্তি পেল কলকাতায়। ছবিটি পরিচালনা করেছেন শ্রীজীত।ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সব্যসচী চক্রবর্তী, সুমিত সমাদ্দার, বরুণ চক্রবর্তী ও প্রবীর দত্ত সহ বিশিষ্টজনরা । এছাড়াও রয়েছেন নবাগত প্রতীক, তিথি, রোহান, সোনালিসা প্রমূখ । মূলত থ্রিলারধর্মী এই ছবি। ছবিতে কলকাতার একটি কলেজের মিডিয়া সাইন্সের ছাত্র দেব, জিতেন্দ্র,দুলাল,সমর কলেজের প্রিন্সিপালের নির্দেশে কলেজ থেকে প্রায় দেড়শ কিলোমিটার দূরে চার বন্ধু কৃষ্ণ রায় রাজবাড়ীতে তথ্যচিত্র তৈরীর উদ্দেশ্যে যায় এবং পরবর্তীকালে তারা জানতে পারে ওই বাড়িতে গুপ্তধনের রহস্যের কথা এমন কাহিনী নিয়ে শ্রীজিতের পরিচালিত ছবি বং ও রহস্য বলে জানা গেছে। ছবিতে কলেজ প্রিন্সিপাল চরিত্রে অনিরুদ্ধ পান্ডের ভূমিকায় অভিনয় করছেন সব্যসাচী চক্রবর্তী (বেনু দা)। অ্যাকশন,কমেডি, সাসপেন্স সব কিছুর টেস্ট দর্শকরা এই ছবির মাধ্যমে পাবেন এমনটাই জানান পরিচালক। আগামী মার্চ মাসের মধ্যে ‘বং ও রহস্য’ রিলিজ করবে। ছবিতে রয়েছে আইটেম গানের সঙ্গে বাউল গান ও রোমান্টিক গান। বং ও রহস্যের একটি কমেডি চরিত্রে অভিনয় করছে সুমিত সমাদ্দার। বং ও রহস্যের পুরো রহস্যটি জানতে আপনাদের অবশ্যই এই ছবিটি সিনেমা হলে দেখতে হবে। ওই সাথে তারা লঞ্চ করলেন করলেন তাদের নতুন ছবি ওয়ার -এর টিজার পোস্টার ।

About Post Author

Total Page Visits: 641 - Today Page Visits: 5