January 23, 2022

মুক্তি পেল বাংলা ছায়াছবি অনুরাগ এর গান

তনয় মণ্ডল – কলকাতা

সম্প্রতি জেনেসিস রেকর্ডস এর হাত ধরে কলকাতা প্রেস ক্লাবে হয়ে গেল নতুন বাংলা ছবি অনুরাগ এর মিউজিক লঞ্চ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা ছবির বিশিষ্ট অভিনেতা অভিষেক ব্যানাজী, সঞ্জীব সরকার,

ছবির নায়ক অরিন্দম, নায়িকা সোমা, ছবির পরিচালক কল্যাণ দত্ত ও অন্যান্য কোলাকুশুলিরা, ছবিতে মোট ৬ টি গান আছে, গান গুলি গেয়েছেন শেখর দত্ত, রিন্টু মজুমদার, শ্রাবনী ব্যানাজী, গানগুলি লিখেছেন ও সুর করেছেন ছবির পরিচালক কল্যাণ দত্ত।

Total Page Visits: 418 - Today Page Visits: 1