মুক্তি পেল ” শ্যাম ও শ্যামা “

সোমনাথ সাহা – কলকাতা
আর,পি,টেকভিশন, এর নিবেদনে শিল্পী মহুয়া গাঙ্গুলী ( গোস্বামী ) কন্ঠে কলকাতা প্রেসক্লাবে মুক্তি পেল ভক্তি গীতি এলবাম ” শ্যাম ও শ্যামা ” এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রীমতি চন্দ্রাবলি রুদ্র মহাশয়া, আর পি গ্রুপ এর কর্ণধার সোমা রায় মহাশয়া , ও তনুশ্রী মহাশয়া প্রমুখ। শিল্পী মহুয়া গাঙ্গুলী ( গোস্বামী ) বলেন যে আমার এটি প্রথম
গানের সিডি প্রকাশ হলো। বয়স যখন ৪ বছর তখন থেকেই আমি গানের উপর চর্চা শুরু করি। আমার এই সিডিটি তে মোট ৮ টি গান রয়েছে যা পুরোটাই শ্যামা সঙ্গীত এর উপরে গাওয়া। আমি ধন্যবাদ জানাই আর, পি,টেক, গ্রুপকে আমায় এতো বড় একটা সুযোগ দেয়ার জন্য। দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো আপনার আমার গাওয়া এই গানের সিডি টি অবশ্যই এক বার হলেও শুনুন দেখবেন খুব ভালো লাগবে আপনাদের আমার আশা।