মুনাফা লাভের পাশাপাশি ব্যবসা বৃদ্ধিতে নজর এলাহাবাদ ব্যাঙ্কের

সপ্তর্ষি সিংহঃ
চলতি অর্থবর্ষের এপ্রিল-জুন ত্রৈমাসিকে ১২৮ কোটি টাকা লাভ করেছে এলাহাবাদ ব্যাঙ্ক। বুধবার ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এস এস মল্লিকার্জুন রাও বলেন, অনাদায়ী ঋণ খাতে মুনাফার থেকে কম টাকা সরিয়ে রাখা এর মূল করণ। মুনাফা বাড়লেও মোট আয় গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের ৪,৭৯৪০৫ কোটি টাকা থেকে কমে গত ত্রৈমাসিকে ৪,৭৪৭৪৯ কোটি টাকা হয়েছে। গত ত্রৈমাসিকে ব্যাঙ্কের নতুন অনাদায়ী ঋণের পরিমান ২,৯৮৬ কোটি টাকা হয়েছে। এর মধ্যে ৩৮ শতাংশ কৃষি ও ২৬ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে। এই বিষয়ে রাও বলেন, চলতি অর্থবর্ষে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের মধ্যে এই দুই ক্ষেত্রে পরিস্হিতি উন্নত হবে এবং অনাদায়ী ঋণের পরিমান কমবে। ব্যাঙ্কের নিট অনাদায়ী ঋণের পরিমান কমে প্রদত্ত ঋণের ৫*৭১ শতাংশ হয়েছে। ব্যবসার গতি অব্যাহত রাখতে চলতি অর্থবর্ষে মোট চার হাজার কোটি টাকা তোলার পরিকল্পনা ব্যাঙ্ক নিয়েছে। বিনিয়োগ কারীদের কাছ থেকে ২ হাজার কোটি টাকা তোলার ফলে সরকারি অংশীদারিত্ব বর্তমানে ৯২ শতাংশ থেকে কমিয়ে আনতে পারবে ব্যাঙ্কটি।
ছবি – সুরজিৎ সাহা ।