January 22, 2022

রক্তদান কর্মসূচির মাধ্যমে সমাজ সেবার নজির গড়লেন বাংলা ব্যান্ড ক্যাকটাস

নিজস্ব প্রতিনিধি – কলকাতা

ক্যাকটাস ব্যান্ডের পক্ষ থেকে সম্প্রতি আয়োজন করা হয় রক্ত দান শিবির দলেরই ফ্রন্টম্যান সিধুর বাড়িতে।ক্যাকটাসের সদস্য সহ কিছু অনুরাগীরাও এই কর্মকাণ্ডে সামিল হন। একদিকে গরম,ভোট অন্যদিকে করোনার দাপট রক্ত পাওয়ার ব্যাপারে রোগীর চরম সঙ্কটের সময়ে এনে দাঁড় করিয়েছে। কভিড বিধি মেনেই ছোটো করে হলেও বারো জন মতো শুভানুদ্ধায়ী বন্ধু এক হয়ে সামাজিক দূরত্ব বজায় রেখেই ভাগ করে রক্ত দিলেন। আর সিধুর বাড়ি যখন গানতো সঙ্গী ছিলই। গিটার হাতে গান করে চলেছেন সিধু সামনে চলছে রক্তদান। এমন

মিউজিকাল রক্তদান শিবির এ শহর এর আগে দেখেছে বলে মনে হয়না। সিধু বললেন,” ভোট, করোনা, গরম সব মিলিয়েই রক্তের একটা ঘাটতি চলছে বেশ কিছু ডাক্তারের সঙ্গে পরিচিত হওয়ার সুবাদে জানতে পারি।তখনই মাথায় আসে নিজেদের মতো করে উদ্যোগ নেব।করোনা বিধি মেনেই এক বেসরকারি হাসপাতালের সহযোগীতায় ক্যাকটাস এই উদ্যোগ নেয়। ” পটা বলেন ” এই উদ্যোগ দেখে আরো কেউ যদি ছোটো করেও আয়োজন করেন রক্তদান শিবিরের তাহলে সাধারণ মানুষরা উপকৃত হবেন।”

Total Page Visits: 509 - Today Page Visits: 1